আগামী সোমবার থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বসবে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন ছাত্র-ছাত্রী। এদের মধ্যে ছাত্র ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ও ছাত্রী রয়েছে ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন। গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন। এবার এইচএসসিতে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন, আলিমে এক লাখ ১২৭ জন, এইচএসসি বিএম’এ এক লাখ ১৭ হাজার ৭৫৪ জন, ডিআইবিএসে ৯৬৯ জন পরীক্ষায় অংশ নেবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, গত বছরের চেয়ে এবার কেন্দ্র বেড়েছে ৪৪টি।