নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে অর্থায়নকারী হিসেবে চার ভিওআইপি ব্যবসায়ীকে সরঞ্জামসহ গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার গভীর রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন নাফিস ইকবাল শাকিল, শামীম তালুকদার, জহিরুল ইসলাম নান্নু ও শুভ ইসলাম। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আশুলিয়া থানার ডেন্ডাবর সাকিন এলাকার বান্দু মিয়ার বাড়ির চার তলা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী বলেন, ‘গত নভেম্বর মাসের একটি মামলার তদন্ত করতে গিয়ে আমরা ভিওআইপি ব্যবসার সন্ধান পাই। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অতি গোপনে অসংখ্য আন রেজিস্টার্ড সিম ব্যবহার করে আসছিলেন। ভিওআইপি ব্যবসায় অর্জিত অর্থের বড় একটি অংশ তারা আনসার আল ইসলামকে দিতেন। নাফিস ইকবাল শাকিল যে আনসার আল ইসলামকে অর্থ সরবরাহ করতেন-তার বেশ কিছু প্রমাণও আমাদের কাছে রয়েছে।’