শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় পাসপোর্টের সহকারী পরিচালককে হত্যার চেষ্টা

কার্যালয় দালালমুক্ত করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালমুক্ত করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সহকারী পরিচালক (এডি) সাজাহান কবিরকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গেছে, গতকাল দুপুরে এডি সাজাহান কবির অফিস থেকে বের হয়ে রিকশাযোগে শহরের শাকপালা মোড়ে যাওয়ার সময় কৈগাড়ি এলাকায় সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় সাজাহান কবির সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের গিয়ে আশ্রয় নেয়। সেখানেও দরজা ভেঙে ভিতরে গিয়ে তাকে কুপিয়ে আহত করে। সদর থানা পুলিশ কর্মকর্তারা বলছেন, পাসপোর্ট অফিসের এডি সাজাহান কবির তার কার্যালয় দালালমুক্ত করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন।

সর্বশেষ খবর