শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রাত হলেই নেশার আসর বসে রাবির ২৪ স্পটে

সবই জানে প্রশাসন

মর্তুজা নুর, রাবি

নিয়মিত গাঁজার আসর বসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪ পয়েন্টে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পয়েন্টগুলোয় বসছে এ আসর। আর এসব আসর বসাচ্ছেন বহিরাগতরা। প্রশাসন সবকিছু জানলেও এ ব্যাপারে কোনো সমাধান করতে পারছে না। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ মাঠ, কৃষি প্রকল্পের গোডাউনের বারান্দা, বিনোদপুর গেটসংলগ্ন আইবিএস ভবনে যাওয়ার রাস্তায় সৈয়দ আমীর হলের দক্ষিণ-পূর্ব কোণ, নবাব আবদুল লতিফ হলের পুব পাশের মাঠ, শাহ মখদুম হলের দক্ষিণ-পূর্ব কোণ, শহীদ শামসুজ্জোহা হলের পুব দিকে রাস্তার পাশ, শহীদ সোহরাওয়ার্দী হলসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের দুই পাশ, মাদার বখশ ও শহীদ জিয়াউর রহমান হলের মধ্যবর্তী ফাঁকা জায়গা, শহীদ হবিবুর রহমান হলের সামনের মাঠ, চারুকলা ও কৃষি অনুষদসংলগ্ন মাঠগুলোর অন্তত তিনটি পয়েন্ট, তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে তুতবাগান এলাকা, দ্বিতীয় বিজ্ঞান ভবনের পেছনের ব্রিজ, চতুর্থ বিজ্ঞান ভবনের পেছনে চায়ের দোকান, প্রথম বিজ্ঞান ভবনের পশ্চিম পাশ, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের মাঠে পানির ফোয়ারার নিচ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ও রবীন্দ্র কলা ভবনের ছাদ, রোকেয়া হলের পশ্চিম দিক, বিশ্ববিদ্যালয়ের মাজার গেটে রাস্তার পাশের মাঠ, পুরাতন ফোকলোর মাঠের পশ্চিম পাশ, জুবেরি মাঠের দক্ষিণ কোণ, দ্বিতীয় প্রশাসন ভবনের পুব কোণ ও বিএনসিসি মাঠে বসছে জমজমাট এ আসর। বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী, তালাইমারী, বানেশ্বরসহ বিভিন্ন জায়গা থেকে আসা ২০-২৫ বছর বয়সী যুবকরা জমাচ্ছেন আসরগুলো।

বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গাঁজার আসর বসছে এটা ঠিক। তবে আমরা যখনই খবর পাচ্ছি তখনই অভিযান চালাচ্ছি। মাঝেমধ্যেই বহিরাগত যুবকদের আটক করে পুলিশে দেওয়া হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্সে।’

সর্বশেষ খবর