শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভেদাভেদ ভুলে কাজ করতে হবে

————— ওমর ফারুক চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে জয়লাভের জন্য নিজেদের ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। কোন্দলের কারণে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগে পরিণত হয়েছে। তাই অন্তর্কোন্দল দূর করতে হবে। পুনরায় সরকার গঠনের জন্য যুবলীগকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান মিলনায়তনে গতকাল জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। বক্তৃতা করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আতাউর রহমান আতা, ফারুক হোসেন। উপস্থিত ছিলেন বদিউল আলম বদি, আমির হোসেন গাজী, হাবিবুর রহমান পবন, মিজানুল ইসলাম মিজু, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল এমপি, আবদুর রহমান বদি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। এর আগে দুপুরে যুবলীগ চেয়ারম্যান পতাকা উত্তোলনে মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভয়াবহ মৌলবাদের উত্থান হয়েছিল। এই মৌলবাদের পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। দেশে এখন শান্তি বিরাজ করছে। আর খাদ্যে স্বনির্ভরতা এসেছে। জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়ার আমলে খাদ্য আমদানি করা হলেও এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে।

সর্বশেষ খবর