শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি দিচ্ছে মাইক্রোফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের এসডিজি বাস্তবায়নে গ্রামাঞ্চলে বিশুদ্ধ ও নিরাপদ পানি পৌঁছে দিচ্ছে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম। পিওরাইট ও এসডিআই যৌথভাবে পরিচালনা করছে এই কার্যক্রম। এই কার্যক্রমের উদ্দেশ্য হলো মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা। মাইক্রোফাইন্যান্সের কার্যক্রম অনুযায়ী গ্রামে বসবাসকারী যে কেউ সুবিধাজনক মাসিক কিস্তিতে পিওরাইট ডিভাইস কেনার সুযোগ পাবেন। প্রতিটি পিওরাইট ক্লাসিক ডিভাইস থেকে একটি পরিবার ১৫০০ লিটার পানি পাবে। এই কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে সারা দেশে ৭ হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সম্পর্কে সচেতন করা হয়েছে।

সর্বশেষ খবর