শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ঢাবিতে বসন্ত উৎসব উদ্যাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবিতে বসন্ত উৎসব উদ্যাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদ্যাপিত হয়েছে ‘বসন্ত উৎসব ১৪২৪’। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের (ডিইউসিএস) আয়োজনে গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত বসন্ত উৎসব পালিত হয় শোভাযাত্রা, গ্রাম্য মেলা, সাংস্কৃৃতিক পরিবেশনা ও কনসার্টের মধ্য দিয়ে। এ উৎসবের আয়োজনে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, কুল ও কিশোর আলো। দুই পর্বের এ উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য নাট্যব্যক্তিত্ব অনন্ত হীরা, নূনা আফরোজ ও রাহুল আনন্দকে সম্মাননা প্রদান করা হয়। ডিইউসিএসের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএসসির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, সংগঠনের সভাপতি ও উৎসবের আহ্বায়ক আহসান রনি এবং সাধারণ সম্পাদক রাহাবার আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, ‘বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। সারা বছর আমরা নানা উৎসবে মেতে থাকি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর