শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

রাবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ সময় তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। আটক শাহীন মীর্জা (২৯) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আবদুর রউফের ছেলে। তিনি রাজশাহীতে একটি বেসরকারি ব্যাংকের ক্যাশিয়ার। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী ছাত্রীর দাবি, বেশ কয়েক দিন ধরে শাহীন তাকে ফেসবুকে আজেবাজে এসএমএস ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে তিনি শাহীনকে ক্যাম্পাসে দেখা করতে বলেন। সন্ধ্যায় শাহীন ক্যাম্পাসে এলে ওই ছাত্রী তার কয়েকজন বন্ধুকে বিষয়টি জানান। পরে তারা ছাত্রলীগের সহায়তায় শাহীনকে আটক করেন। তবে আটকের সময় ওই ব্যাংক কর্মকর্তা দাবি করেন, ওই ছাত্রী তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে ক্যাম্পাসে ডেকে আনেন। আসা মাত্রই ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে ধরে বেধড়ক মারধর করে মোবাইল, মানিব্যাগ ও মোটরসাইকেল কেড়ে নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর