সোমবার, ২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

খালেদার স্বাস্থ্যের খোঁজ নিল মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির উদ্বেগের পর তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চার সদস্যের এই  মেডিকেল বোর্ডের সদস্যরা গতকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করেন।

ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামানের নেতৃত্বাধীন চার সদস্যের মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন— ঢাকা মেডিকেলের অধ্যাপক ডা. মনসুর হাবীব (নিউরোলজি), অধ্যাপক ডা. টিটু মিয়া (মেডিসিন) ও অধ্যাপক ডা. সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)। বোর্ডের সদস্যরা পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কের কারাগারে প্রায় এক ঘণ্টা ছিলেন। এ সময় তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন। তার স্বাস্থ্য পরীক্ষার পর নতুন করে কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। আর কিছু বিষয় পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’ খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো কী— জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘একজন রোগীর রোগের বিষয়টি একান্ত তার। সে বিষয়ে জানানো ঠিক নয়।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, আজ বেলা ১১টায় পরিচালকের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার পর প্রাপ্ত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। ৭৩ বছর বয়সী খালেদা জিয়ার হৃদযন্ত্র, চোখ ও হাঁটুর সমস্যা রয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা আগে জানিয়েছিলেন। তাকে নানা রকম ওষুধ খেতে হয় নিয়মিত। বিএনপি নেতারা বলেছেন, তাদের নেত্রীর জন্য মেডিকেল  বোর্ড গঠন কিংবা অসুস্থতার বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। কারা কর্তৃপক্ষের আবেদনে গতকাল এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

সর্বশেষ খবর