সোমবার, ২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বাইরের কেউ নয়। অটিজম বা প্রতিবন্ধিতা কোনো অভিশাপও নয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা জীববৈচিত্র্যের অংশ। দেশে এখন পর্যন্ত শনাক্ত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার ৫৪৩ জন। যা মোট সংখ্যার এক শতাংশ। ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। আজ সারা বিশ্বে দিবসটি পালিত হবে। তিনি জানান, দেশে অটিজমে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬৭৫, শারীরিক প্রতিবন্ধী ৬ লাখ ৯১ হাজার ৪৮৩, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী ৫২ হাজার ৮৪৬, দৃষ্টি প্রতিবন্ধী ২ লাখ ১৪ হাজার ৯৫৪ ও বাক প্রতিবন্ধী ১ লাখ ১৪ হাজার ৪৮৯ জন।

সর্বশেষ খবর