বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

যাত্রীবেশে ভয়ঙ্কর ছিনতাইকারী

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

যাত্রীবেশে ভয়ঙ্কর ছিনতাইকারী

সিলেট নগরীর বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে মেজরটিলায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় ওঠেন জাহিদ আরমান। অটোরিকশায় আগে থেকেই বসা ছিলেন চার যাত্রী। আরমান ওঠার পরই অটোরিকশা ছেড়ে দেন চালক। টিলাগড় পার হওয়ার পর পেছনের সিটে পাশে বসা একযাত্রী ছোরা ধরেন আরমানের কোমরে। আরেক যাত্রী পকেট থেকে হাতিয়ে নেয় মানিব্যাগ ও মোবাইল ফোন। এরপর আরমানকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যায় চালক ও যাত্রীবেশী ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার জাহিদ মেজরটিলা ইসলামের বাসিন্দা। পড়ালেখা করেন নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সোমবার রাতে বাসায় ফেরার পথে অভিনব পন্থার এই ছিনতাইয়ের শিকার হন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু বন্দরবাজার-মেজরটিলা সড়কই নয়, টিলাগড়-আম্বরখানা, মদিনা মার্কেট-কোর্ট পয়েন্ট, কোর্ট পয়েন্ট-টার্মিনালসহ বিভিন্ন সড়কে যাত্রীবেশী ছিনতাইকারীরা ভয়ঙ্কর হয়ে উঠেছে। অটোরিকশায় প্রতিদিনই ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। ছিনতাইয়ের শিকার হয়ে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় প্রাণ হারান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছিল। গোয়েন্দা সূত্র জানায়, ছিনতাইকারীরা নিত্যনতুন উপায়ে ছিনতাই কাজ চালাচ্ছে। এ ক্ষেত্রে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র সিলেটজুড়ে তৎপর রয়েছে। তারা বাস, সিএনজি, অটোরিকশা, লেগুনায় যাত্রীবেশে উঠে কৌশলে ছিনতাই করে সটকে পড়ে। বিশেষ করে সিএনজি অটোরিকশাকেই ছিনতাই কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। কতিপয় সিএনজিচালক ছিনতাইকারীদের সহযোগী হিসেবে কাজ করেন।

সর্বশেষ খবর