বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নিরাপত্তাহীন বরিশাল মেডিকেল কলেজ ক্যাম্পাস

উত্ত্যক্তের শিকার হচ্ছেন ছাত্রীরা
নিরাপত্তার দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দিন দিন নিরাপত্তাহীন হয়ে পড়ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস। বিশেষ করে রাতে বাড়ে বহিরাগতদের আনাগোনা। বিভিন্ন সময় শিক্ষার্থীদের ব্যাগ-টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছাত্রীদের সঙ্গে করা হচ্ছে অশোভন আচরণ। ক্যাম্পাসের নিরাপত্তার জন্য একাধিকবার দাবি তোলা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার রাতেও ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছে বখাটেরা। এর প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে মশালমিছিল করার পর গতকাল সকালে ক্লাস বর্জন করেন তারা। এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভও করেন। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের পর দুপুর ১২টার দিকে বর্জন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা। পুলিশের উপস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা, কলেজের দুই পাশে লোহার গেট, প্রতিটি ফটকে পকেট গেট ও নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দাবি জানান। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা বলেন, ‘কলেজ ক্যাম্পাসটি অনেকটা উন্মুক্ত হওয়ায় বহিরাগতরা সহজেই এখানে প্রবেশ করতে পারে। তবে এ ব্যাপারে কী করা যায় তা আমরা ভেবে দেখছি।’

সর্বশেষ খবর