বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে সিক্ত হলো রাজধানী

নিজস্ব প্রতিবেদক

কাঠফাটা রোদই চৈত্রের ভর দুপুরের নিত্যদিনের চিত্র। কিন্তু গতকাল দুপুর গড়িয়ে বিকাল হতেই হঠাৎ আকাশ ফুড়ে বেরিয়ে আসে বরফের টুকরো। সময় গড়াতেই হালকা বৃষ্টির সঙ্গে টুকরো থেকে মাটির ঢেলার মতো বড় বড় বরফ খণ্ড পড়তে          শুরু করে। দুপুর আড়াইটার দিকে ঝড়ো বাতাসের সঙ্গে নেমে আসে বৃষ্টি আর শিলা খণ্ড। মালিবাগ থেকে বাড্ডার দিকে আসছিলেন ব্যবসায়ী আহসান হাবিব। তিনি বলেন, সাড়ে তিনটার দিকে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে। আমি গাড়ি চালিয়ে আসছিলাম। হঠাৎ করে গাড়ির গ্লাসে পড়তে শুরু করে বেশ বড় আকারের শিলা খণ্ড। শিলাবৃষ্টিতে সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না। শিলা বৃষ্টির তোড়ে মনে হচ্ছিল গাড়ির গ্লাস ভেঙে যাবে। হাতিরঝিল পুরো এলাকায় ছিল এ অবস্থা। অবস্থা বেগতিক দেখে একটা গাছের নিচে গাড়ি নিয়ে আশ্রয় নিই। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে শিলাবৃষ্টির এই তাণ্ডব। খিলগাঁও এলাকার বেশ কয়েকজন বাসিন্দাও জানান শিলাবৃষ্টি উপস্থিতি। কিন্তু আবহাওয়া অধিদফতরে যোগাযোগ করা হলে তারা জানান, রাজধানীতে শিলাবৃষ্টি হয়েছে এরকম কোনো রেকর্ড তাদের কাছে নেই। শুধুমাত্র বৃষ্টি হয়েছে, কিন্তু তাও পরিমাপ যোগ্য না। এলাকাবাসীর বরাত দিয়ে কিছু এলাকার শিলা বৃষ্টির বিষয়ে জানালে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রাজধানীতে মাত্র ৩-৪টি কেন্দ্রে আবহাওয়া পরিমাপ করার যন্ত্র আছে। তাই এই এলাকাগুলোর বাইরে ঝড়-বৃষ্টি কোনোটাই তারা রেকর্ড করতে পারেন না।

এদিকে শিলা বৃষ্টিতে আমের মুকুলসহ সবজির বেশ কিছু ক্ষতি হয়েছে। অনেকেরই শখের ছাদ বাগানের আমগাছগুলোর মুকুল নষ্ট হয়ে গেছে। তবে শিলা নিয়ে অখুশি হলেও বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। বৃষ্টির পর থেকে গরমের তীব্রতা কমতে থাকে।  

সর্বশেষ খবর