শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ছাত্রলীগের হামলা, নতুন ভবনে ঢুকতে পারল না শিক্ষার্থীরা

রাজশাহী সার্ভে ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটে হামলা ও ভাঙচুর চালিয়েছেন স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মী ও বহিরাগতরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নওদাপাড়ায় সার্ভে ইনস্টিটিউটের নতুন ভবন হস্তান্তর অনুষ্ঠানে অধ্যক্ষ ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। কয়েকজন ছাত্রীকেও লাঞ্ছিত করা হয়। প্রতিবাদে রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের পুরনো ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

হামলার শিকার সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, তারা সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোনাদীঘি মোড়ের পুরনো ক্যাম্পাস ছেড়ে নওদাপাড়ায় নতুন ক্যাম্পাসে উঠতে যান। নতুন ক্যাম্পাসে প্রবেশের আগেই স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ও বহিরাগত হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে অধ্যক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করেন। হামলাকারীরা কয়েকজন ছাত্রীকেও লাঞ্ছিত করেন। হামলার শিকার শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা এ সময় সার্ভে ইনস্টিটিউটে ভাঙচুরও চালাতে থাকেন। পরে হামলাকারীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান। এরপর সেখানে পুলিশ উপস্থিত হয়। অধ্যক্ষ মাহাবুবুর রহমান জানান, কেন এ হামলা তিনি কিছুই জানেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর