শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট দেওয়া হচ্ছে : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিসিক শিল্পনগরীতে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশে যেসব শিল্পনগরী কিংবা শিল্প পার্ক স্থাপন করা হবে, সেগুলোতেও নারী উদ্যোক্তারা অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ পাবেন। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘নারী উদ্যোক্তা : প্রতিবন্ধকতা উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে দেশে ইতিমধ্যে প্রায় ১০ লাখ এসএমই উদ্যোক্তা গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে শতকরা ২৩ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ ভাগ অবদান রাখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর