শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিএনপির দুই পক্ষে আধিপত্যের লড়াই, সংঘর্ষ ভাঙচুর

অর্ধশতাধিক আহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় প্রায় ৩০টি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত মনোহরগঞ্জ বাজার ও ঝলম উত্তর ইউনিয়নের বড় কেশতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বড় কেশতলা এলাকায় চৈতি কালাম সমর্থিত বিএনপি নেতা হুমায়ুন কবিরের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেজবানে বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম ওরফে চৈতি কালাম শোডাউন করে দাওয়াতে আসছেন। এই সংবাদে সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক কর্নেল আনোয়ারুল আজিম (অব.) সমর্থিত নেতা-কর্মীরা চৈতি কালামকে প্রতিরোধের ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান নেন। এতে উভয় পক্ষের নেতা-কর্মীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রুপ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মনোহরগঞ্জ বাজার ও ঝলম উত্তর ইউনিয়নের বড় কেশতলা এলাকায় কালাম সমর্থিতদের প্রায় ২০টি মোটরসাইকেল, ৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩টি প্রাইভেট কারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েন।

সর্বশেষ খবর