বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসকদের আন্তরিক হতে বললেন চট্টগ্রাম মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘সৃষ্টিকর্তার পর দুনিয়াতে রোগীদের আশা-ভরসার একমাত্র ঠিকানা চিকিৎসকরা। তাই তাদের আচার-আচরণ, ব্যবহার, দায়িত্ববোধ এবং কর্ত্যব্যনিষ্ঠা অনেক বেশি আন্তরিক ও গ্রহণীয় হওয়া প্রয়োজন। চিকিৎসক যদি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন তাহলে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। বাড়বে চসিকের স্বাস্থ্যসেবার প্রতিও নগরবাসীর আস্থা ও সহযোগিতা।’ গতকাল দুপুরে নগরভবন মিলনায়তনে চসিকের স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসকদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, চিকিৎসক ডা. আশিষ মুখার্জি, ডা. নাসিম ভুঁইয়া, ডা. আর পি আসিফ খান, ডা. প্রীতি বড়ুয়া, ডা. তৌহিদুল আনোয়ার খান, ডা. তপন চক্রবর্তী, ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মেয়র আরও বলেন, ‘শুধু স্বাস্থ্য খাতে বছরে প্রায় ১৩ কোটি টাকা ভর্তুকিসহ ১০৭ কোটি টাকা প্রশাসনিক ব্যয় বহন করছে। পক্ষান্তরে নগরবাসীর কাছ থেকে বছরে সর্বোচ্চ ৪৭ কোটি টাকা পৌরকর আদায় হয়ে থাকে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর