বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাগেরহাট-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বাগেরহাট-৩ এর সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। গতকাল সংসদের বৈঠকে স্পিকার বিষয়টি অবহিত করেন। তিনি বলেন, বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তালুকদার আবদুল খালেকের পদত্যাগ গৃহীত হয়েছে। এর ফলে উক্ত আসনটি শূন্য ঘোষিত হলো। আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য এমপি পদ ছাড়লেন তালুকদার আবদুল খালেক।

আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়টি উল্লেখ করে সংসদের সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন তিনি। তখন তিনি বলেন, হয়তো এখানে আর দেখা হবে না। এসময় তাকে আবেগ আপ্লুত হয়ে কান্না লুকাতে দেখা যায়।

তালুকদার খালেক ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮ সালে খুলনা সিটি করপোরেশনে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর