বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ইস্কাটনে জোড়া খুনের মামলার রায় ৮ মে

আদালত প্রতিবেদক

সরকারদলীয় মহিলা এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে করা রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছে আদালত। গতকাল রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশা চালক হাকিম ও অটোরিকশা চালক ইয়াকুব আলী আহত হন। একদিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাকিম। ২৩ এপ্রিল মারা যান ইয়াকুব। পরে হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ২০১৫ সালের ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই দীপক কুমার দাস। ২০১৬ সালের ৬ মার্চ রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার। মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ২৮ জন সাক্ষ্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর