শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অনিয়মে জর্জরিত বরিশাল জেনারেল হাসপাতাল

হঠাৎ দুদক কমিশনারের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল আধুনিক জেনারেল হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়ে দায়িত্বরত ২ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিতসহ নানা অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন অনিয়ম দেখে বিস্মিত হয়েছেন দুদক কমিশনার। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলামের নেতৃত্বে গতকাল বেলা ১১টার দিকে আকস্মিক এই অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারিভাবে বরাদ্দকৃত কলেরার স্যালাইন রোগীদের না দিয়ে স্টোরে মজুদ রাখার দায়ে দায়িত্বরত স্টোর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মুনিরা ইয়াসমিনকে ভর্ত্সনা করাসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় ডেন্টাল সার্জন ডা. মাকসুদুর রহমান এবং মেডিকেল অফিসার ডা. সুপ্লব চন্দ্র ধরকে নিজ নিজ দফতরে অনুপস্থিত পান দুদক কমিশনার। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. দেলোয়ার হোসেনও কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, সারা দেশে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সরকারি দফতর এবং বিশেষ করে সরকারি হাসপাতালে অভিযান চালাচ্ছে দুদক।

সর্বশেষ খবর