শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
সংসদে নসরুল হামিদ

বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে ৯ হাজার ৬০০ থেকে ১০ হাজার ১০০ মেগাওয়াট। তবে বিভিন্ন বিতরণ কোম্পানির কাছ থেকে প্রাপ্ত চাহিদার তথ্যানুযায়ী আসন্ন গ্রীষ্মে এর চাহিদা গড়ে ১১ হাজার ৫০০ থেকে ১৩ হাজার মেগাওয়াট হবে বলে ধারণা করা হচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। বিদ্যুৎ  প্রতিমন্ত্রী আরও জানান, দেশে বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা ক্যাপটিভসহ ১৬ হাজার ৪৬ মেগাওয়াট।

সর্বশেষ খবর