শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অধ্যাপক মোজাফফর আহমদের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক মোজাফফর আহমদের জন্মদিন

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা, বাম প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ অধ্যাপক মোজাফফর আহমদের ৯৭তম জন্মদিন আজ। ১৯২২ সালের ১৪ এপ্রিল  কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বর্ধিষ্ণু গ্রাম এলাহাবাদে জন্মগ্রহণ করেন। বাবা স্কুলশিক্ষক আলহাজ কেয়াম উদ্দিন ভুইয়া এবং মাতা আফজারুন্নেছা। অধ্যাপক মোজাফফর আহমদ অসুস্থ অবস্থায় রাজধানীর বারিধারার বাসায়  দিন কাটাচ্ছেন। হাসপাতালের মতোই বাসায় তাঁর চিকিৎসা চলছে। মুখে খাবার খেতে পারেন না। কথা বলতে চেষ্টা করলেও স্পষ্ট বোঝা যায় না। ডাক্তারের পরামর্শে নিয়মিত চেকআপ করানো হয়। মোজাফফর আহমদকে সার্বক্ষণিক সেবা ও দেখভাল করছেন তাঁর স্ত্রী আমিনা আহমেদ এমপি ও তাঁর একমাত্র মেয়ে আইভি আহমেদ। শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানীর সঙ্গে রাজনীতি করেছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। ’৭১-এ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সর্বশেষ খবর