শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লা চিড়িয়াখানায় বাঘ-ধনেশ পাখি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা চিড়িয়াখানায় নতুন পশু-পাখি এসেছে। সেগুলো হচ্ছে মেছো বাঘ, সোনালি হনুমান, বাদামি বানর, গন্ধগোকুল, কালেম পাখি ও ধনেশ পাখি। ১১ এপ্রিল পশু-পাখিগুলো কুমিল্লা চিড়িয়াখানায় আনা হয়।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক বলেন, শ্রীমঙ্গলের বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিনামূল্যে প্রাণীগুলো প্রদান করেন। তিনি কুমিল্লা চিড়িয়াখানায় আরও দুটি হরিণ ও দুটি চশমা বানর প্রদান করবেন বলে জানান। এ ছাড়া ঢাকা চিড়িয়াখানা থেকেও পশু-পাখি আনার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, কুমিল্লা চিড়িয়াখানায় উল্লেখযোগ্য পশু-পাখি নেই।  অধিকাংশ খাঁচা শূন্য। গত পাঁচ বছর ধরে এমন দুরবস্থা কুমিল্লা চিড়িয়াখানার। কুমিল্লা চিড়িয়াখানায় তেমন দর্শনার্থী নেই, অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো। এখানে সব মিলিয়ে ৮টি বানর, ৩টি বনমোরগ, ৩টি হরিণ রয়েছে। ১৯৮৬ সালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি মৌজায় জেলা প্রশাসকের বাংলোর পাশে ১০.১৫ একর ভূমিতে গড়ে উঠে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। সম্প্রতি চিড়িয়াখানার সংস্কার শুরু হয়েছে।

সর্বশেষ খবর