শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
চাঁপাইনবাবগঞ্জ বিএনপি

খালেদার মুক্তি দাবির সভায় আসেননি হারুন, ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এবং দলকে গতিশীল করার লক্ষ্যে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত কর্মিসভায় যুগ্মমহাসচিব সাবেক এমপি মো. হারুনুর রশীদ হারুন না আসায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারাও জেলার নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন। গত মঙ্গলবার নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান লালু এবং প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

নিজ জেলার এই সভায় যোগ দেননি কেন্দ্রীয় নেতা হারুন। এ প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তিনি (হারুন) কেন যোগ দেননি তা তিনিই ভালো বলতে পারবেন। দুলু জানান, তিনি যুগ্মমহাসচিব হারুনকে সভায় আসতে অনুরোধ করেছিলেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক আলহাজ মো. আমিনুল ইসলাম বলেন, ১৫ এপ্রিল রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে হারুনকে চাঁপাইনবাবগঞ্জে যে সভা হবে তা বলা হয়েছিল এবং তাঁকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি এলেন না। নিজের অনুপস্থিতি বিষয়ে হারুনুর রশীদ হারুন বলেন, মঙ্গলবার একটি মামলায় তার হাজিরা ছিল। হাজিরা দিয়ে বার কাউন্সিলের নির্বাচনী প্রচারে তিনি নওগাঁ গিয়েছিলেন। এজন্য ওই সমাবেশে যেতে পারেননি। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, জেলা বিএনপির কমিটি ঘোষণার পর থেকেই হারুন তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। কারণ এই কমিটিতে তার আজ্ঞাবাহক কেউ নেই। তাই তিনি কমিটির সঙ্গে বৈরিতা দেখিয়ে চলেছেন। শুধু তাই নয়, তাকে অনুরোধ করা হলেও তিনি বিএনপি বা সহযোগী সংগঠনের কোনো সমাবেশে যাননি। তবে তার আস্থাভাজন দুটি সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে পৃথক সভা-সমাবেশ করে থাকেন। অতিসম্প্রতি তিনি ওই দুটি সংগঠনের একটি সমাবেশ করেছিলেন। সেখানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী। তবে সম্মেলন করে জেলা বিএনপি নেতারা ওই সমাবেশকে অবৈধ বলে দাবি করেন।

সর্বশেষ খবর