শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
চবিতে শিক্ষক নির্বাচন

ভাঙনের সুর সাদা দলে

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা’ দলে দীর্ঘদিন ধরে চলে আসা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। এরই মধ্যে সাদা দল থেকে বেরিয়ে বিএনপিপন্থি শিক্ষকরা ‘জাতীয়তাবাদী ফোরাম’ গঠন করেছেন। আগামী ২৫ এপ্রিল শিক্ষক সমিতির নির্বাচনে ‘সাদা’ দল ও জাতীয়তাবাদী ফোরাম থেকে পৃথক প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন। যার ফলে অনেক দিনের ঐক্যবদ্ধতায় এবার ভাঙন দেখা দিয়েছে।  

সাদা দলের স্টিয়ারিং কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সাদা দল সব সময় ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে। বিএনপির একটি ক্ষুদ্র অংশ স্টিয়ারিং কমিটিতে আসতে না পেরে ক্ষোভের কারণে জাতীয়তাবাদী ফোরাম থেকে আলাদাভাবে মনোনয়ন নিয়েছে। বিএনপির রাজনীতির সঙ্গে বেশিরভাগই সাদা দলে আছেন। বিএনপি-জামায়াত মিলেই সাদা দল থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এসব বিষয়ে যারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন, তারা আসলেই সাদা দলের ভালো চান না।’ সাদা দলের স্টিয়ারিং কমিটিতে একচ্ছত্র জামায়াতপন্থিদের শিক্ষকদের নেতৃত্বে রাখা হয়েছে এমন অভিযোগ জাতীয়তাবাদী ফোরামের সদস্যদের। আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী ফোরাম থেকে ১১ পদে লড়ছেন ১১ জন শিক্ষক। অন্যদিকে, সাদা দল থেকেও ১১ জন প্রার্থী দিয়েছেন। এতে বিএনপি ও জামায়াতপন্থিদের মধ্যে বিভক্তি আরও বেশি স্পষ্ট হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর