শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীর পাবলিক প্লেসে সিগারেট বিক্রি নয়

——— মোসাদ্দেক হোসেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীকে ধূমপান মুক্ত শহর গড়তে সিটি করপোরেশনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, আগামী জুনে রাজশাহী সিটি করপোরেশন থেকে যে সব ট্রেড লাইসেন্স দেওয়া হবে তাতে শর্ত থাকবে পাবলিক প্লেসে সিগারেট বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, পাবলিক প্লেসে সিগারেটের প্যাকেট উন্মুক্ত করার ওপর বিধিনিষেধ থাকবে। গতকাল সকালে নগরের একটি রেস্টুরেন্টে ‘রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রায়োগিক অবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় এ সব কথা বলেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সর্বশেষ খবর