শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্প

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ‘খাল পরিষ্কার’ কাজ শুরু শিগগিরই

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধানে চট্টগ্রাম শহরের মেগা প্রকল্প জলাবদ্ধতা নিরসনে ‘খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের খাল পরিষ্কারের কাজ শুরু হবে শিগগিরই। বর্ষা মৌসুমে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতা বেশি হয়ে থাকে, সে সব এলাকা চিহ্নিত করা হচ্ছে। এ এলাকাগুলোতে খাল পরিষ্কারের মধ্য দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে সব সহযোগিতার আশ্বাসও দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নে সিইজিআইএস নামে একটি সরকারি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের মধ্যে বৈঠকও হয়েছে বলে জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, খাল পরিষ্কারের মধ্য দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের প্রথম ধাপ শুরু করছি দ্রুত সময়ের মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় ৫ হাজার ৬১৬ কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে কিছুটা হলেও নগরবাসী সুফল দিতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কাজ শুরু করেছে। তিনি বলেন, পদ্মা সেতুর পর বাংলাদেশের বড় প্রকল্প চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে আমরা শতভাগ সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আমাদের প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগ নিয়ে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন তা শতভাগ করব। কারণ জলাবদ্ধতা নিরসন নগরবাসীর জন্য। যত দ্রুত সম্ভব আমরা জলাবদ্ধতা থেকে মুক্ত হব ততই মঙ্গল। সিডিএ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ আগস্ট একনেকে শর্তসাপেক্ষে এ জলাবদ্ধতা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে একনেকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীকে আহ্বায়ক, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রীকে সদস্য করে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। টেকনিক্যাল কমিটির প্রতিনিধিরা বেশ কয়েকবার সভা করে জলাবদ্ধতা নিরসনে বেশকিছু সময়োপযোগী সিদ্ধান্ত নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর