রবিবার, ২২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
বৈঠক আজ

বদলি আতঙ্কে চসিক শিক্ষকরা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের স্ব স্ব কলেজ ও স্কুলে বদলির বিষয়কে কেন্দ্র করে ‘বদলি ও নিরাপত্তা’ আতংকে রয়েছে শিক্ষকরা। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত কলেজ ও স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে এবার বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশনায় একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্ব দিচ্ছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। আজ রবিবার এ বিষয়ে এজিএমও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের স্ব-স্ব প্রতিষ্ঠানে বদলি ও ননএমপিও ভুক্তদের এমপিও করতে যে উদ্যোগ নেয়া হয়েছে তা ব্যাপক প্রশংসনীয় হলেও মেয়রের উদ্যোগকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে চসিকের দায়িত্বশীল কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণির কিছু লোক কৌশলী ভূমিকায় প্রকৃত চিত্র তুলে না ধরেই নিজেদের দেয়া তালিকা বাস্তবায়নের চেষ্টায় অনড় রয়েছে। এর আগে ৩০ জনের করা একটি তালিকা এখনো বাস্তবায়ন না করে মেয়রের সফলতাগুলোকে ম্লান করতে নতুন করে তালিকা তৈরি করে বদলির প্রক্রিয়াকে আলোচনা-সমালোচনায় আনতে কিছু লোক সক্রিয় হয়ে উঠেছে। চসিক ও শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চসিকের কলেজ ও স্কুলের এমপিওভুক্ত শিক্ষকদের স্ব স্ব প্রতিষ্ঠানে বদলি করতে চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। এ তালিকা তৈরি করতে আজ যাচাই-বাছাই কমিটির বৈঠক হওয়ারও কথা রয়েছে। মাধ্যমিকে নব্বই শতাংশ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর উচ্চ মাধ্যমিকে শতভাগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন। কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ কলেজ চলছে একজন কম্পিউটারে ডিপ্লোমাধারী শিক্ষককে অধ্যক্ষ নিয়োগ দেয়ার মাধ্যমে। কাপাসগোলা স্কুল ও মহিলা কলেজে শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজমান। রয়েছে জামায়াত কানেকশন শিক্ষকও। কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাতঃশাখার ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক চসিকের সাবেক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার বোন হওয়ার সুবাদে যোগ্যতা না থাকা সত্ত্বেও দায়িত্ব দেওয়ায় এখানে শিক্ষার মানের চরম অবনতি ঘটেছে। বর্তমানে জামায়াত কানেকশনে থাকা একটি শিক্ষক গ্রুপ নারী কেলেংকারিসহ বিতর্কিত প্রধান শিক্ষকের পক্ষে কৌশলে কাজ করছেন। যেহেতু প্রধান শিক্ষকের এমপিও ভুক্তও কাপাসগোলা স্কুলে। যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চসিক মেয়র আজম নাছির উদ্দিনের নির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই কাজ করে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব এমপিও ভুক্তদের তালিকা তৈরি করে চূড়ান্ত যাচাই-বাছাই করা হচ্ছে। রবিবার এ বিষয়ে এজিএম রয়েছে। তাছাড়া গত বৃহস্পতিবার যাচাই-বাছাই কমিটির একটি বৈঠকও করেছি। তবে মেয়রের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর