মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে হত্যার দায়ে ১৩ জনকে ফাঁসির নির্দেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে এক কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ১৩ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক  ড. মো. ফজলে এলাহী ভূইয়া গতকাল দুপুরে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী গ্রামের মৃত তালেব আলীর ছেলে ফালান, একই এলাকার ছোয়াদ আলীর ছেলে কাদির ও ছাদির আলী, নিজাম উদ্দিনের ছেলে কালাম, আফাজ উদ্দিনের ছেলে বাজিত, আজিজ ও ওসমান, খোদে নেওয়াজের ছেলে আ. ছামাদ, নিজাম উদ্দিনের ছেলে হুমায়ুন, মৃত মনির উদ্দিনের ছেলে মানিক, মৃত নিজাম উদ্দিনের ছেলে আলম এবং একই উপজেলার ঈশ্বরপুর গ্রামের আমির আলীর ছেলে রুস্তম ও অহিদ আলীর ছেলে ফারুক। এদের মধ্যে রায় ঘোষণার সময় ফালান, আজিজ, ছামাদ, ফারুক, মানিক ও আলম আদালতে অনুপস্থিত (পলাতক) ছিল। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ইশ্বরপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কৃষক বিল্লাল ওরফে বিলুকে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর হত্যা করা হয়।

সর্বশেষ খবর