শিরোনাম
বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নেপালের পথে ঢাকা ছেড়েছে দুই বাস

পঞ্চগড় প্রতিনিধি

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে ভারত ও নেপালের সঙ্গে পরীক্ষামূলক বাস যোগাযোগ শুরু হয়েছে। ভারত, বাংলাদেশ ও নেপালের ৪০ জন প্রতিনিধি সোমবার ঢাকার কল্যাণপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর এক দিন পর গতকাল বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরে তাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল ভারতের শিলিগুড়িতে রাত যাপন শেষে কাঠমান্ডুর দিকে যাত্রা করবে আজ। বিশিষ্ট নাগরিকরা মনে করছেন এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং পর্যটন ক্ষেত্রে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর