শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিপাকে চাকরিপ্রার্থীরা

একই সময় ৮ নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

একদিনে ৮ নিয়োগ পরীক্ষা থাকায় বিপাকে পড়েন চাকরিপ্রার্থীরা। গতকাল একই সময়ে বাংলাদেশ ব্যাংকের সাধারণ অফিসার পদের লিখিত পরীক্ষা এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী কর্মকর্তা, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, উত্তরা ব্যাংক, পুলিশ হেডকোয়ার্টার্স, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিপাকে পড়েন চাকরিপ্রার্থীরা। একাধিক পদে আবেদন করেও অনেকে সব পরীক্ষায় অংশ নিতে পারেননি। দেশের বিভিন্ন সরকারি চাকরিগুলোর বিজ্ঞপ্তি প্রায় একই সময় দেওয়া হয়। চাকরিপ্রার্থী হাজার হাজার শিক্ষার্থীও যোগ্যতা সাপেক্ষে প্রায় সবকটিতেই আবেদন করেন। কিন্তু আবেদন করলেও চাকরির সব পরীক্ষায় অংশগ্রহণই করতে পারছেন না অনেকে। প্রতিটি পরীক্ষার সময় নির্ধারণ করা হচ্ছে একই দিনে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণেই এমন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন অনেকে। আবার এতে শুধু পরীক্ষার্থীরাই নন, হিমশিম খাচ্ছেন পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপকরাও। পরীক্ষার আগের রাতে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত জানাচ্ছে কর্তৃপক্ষ। যানজটের ঢাকা শহরে পরীক্ষার দিন ছোটাছুটি করতে করতে চাকরিপ্রার্থীরা রীতিমতো কাহিল। এর মাঝে ঢাকার বাইরের জেলাগুলো থেকে আসা পরীক্ষার্থীদের কেন্দ্র খুঁজতে গিয়েই অনেক সময় ব্যয় হয়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা এক পরীক্ষার্থী বলেন, আজ আমার ৩টা পরীক্ষা ছিল। প্রথম হলো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা, বিকালে সোনালী ব্যাংকের পাশাপাশি উত্তরা ব্যাংকের পরীক্ষা। আমি দিতে পারছি না। আরেক শিক্ষার্থী বলেন, গত শুক্রবার, মানে ২০ তারিখেও এমনটি হয়েছে। একই সময়ে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর