শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

‘পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে’

সড়ক দুর্ঘটনা রোধে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

১৩ লাখ লাইসেন্সবিহীন চালক সারা দেশে যানবাহন চালাচ্ছেন। এসব অবৈধ চালক রাজনৈতিক ছত্রছায়ায় গাড়ি চালাচ্ছেন। তাই সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে শক্ত হাতে গণপরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করাসহ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল অনুষ্ঠিত ‘সড়ক দুর্ঘটনাবিরোধী মানববন্ধন ও সমাবেশ’ থেকে তারা এ দাবি জানান। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ নুরুর রহমান সেলিম, সাংবাদিক  সৈয়দ ইশতিয়াক রেজা, সাখাওয়াত হোসেন বাদশা, আজমল হক হেলাল, রাজু আহমেদ, গ্যালমান শফি, সড়ক দুর্ঘটনায় পা-হারানো সাংবাদিক নিখিল ভদ্র, আইনজীবী হাসান তারিক চৌধুরী সোহেল, প্রকৌশলী তুহিন পারভেজ প্রমুখ। সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাই মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর