শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে জামায়াত শিবিরের ৪৫ নেতা কর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

বিএনপির সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহারকারী গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জামায়াতের মহানগর আমির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সভাপতিসহ জামায়াত-শিবিরের ৪৫ জন নেতা-কর্মীকে গতকাল জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করার সময় গাজীপুরের একটি রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১৫টি পেট্রলবোমা, ৪টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, নাশকতার পরিকল্পনার        জন্য গাজীপুরসহ আশপাশের জেলা হতে জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ দল গতকাল ভোর থেকে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকার স্বপ্নচূড়া পিকনিক স্পটে জড়ো হতে থাকে। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক এস এম সানাউল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম ও গাজীপুর মহানগরের সভাপতি আজাহার হোসাইন মোল্লা, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পুবাইল সাংগঠনিক থানার আমির আশরাফ আলী কাজলসহ জামায়াত-শিবিরের ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক এস এম সানাউল্লাহ স্বতন্ত্র হিসেবে মেয়র পদে প্রার্থী হন। পরে ২০-দলীয় জোটের সিদ্ধান্তে এবং জামায়াতের হাইকমান্ডের নির্দেশে গত ২৩ এপ্রিল তিনি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে হাসান উদ্দিন সরকারের পক্ষে প্রচারণায় নামেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর