শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

৭ মে পর্যন্ত কোটা আন্দোলন স্থগিত প্রধানমন্ত্রী ফিরলেই প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ মে পর্যন্ত কোটাবিরোধী আন্দোলন স্থগিত করা হয়েছে। অস্টেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরলেই দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। গতকাল রাতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ১৫ সদস্যের একটি প্রতিনিধ দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনে জাহাঙ্গীর কবীর নানক এমপির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যের প্রতিনিধি দল ন্যাম ভবনে আসলে দলটিকে স্বাগত জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক সাংবাদিকদের বলেন, আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে আলাপ-আলোচনা করার জন্য ডেকেছিলাম। তারা আগামী ৭ মে পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছে। তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে। তবে ভিসির বাংলোয় আক্রমণ ও ভাঙচুরে জড়িতদের শাস্তি তারাও চেয়েছে।

বৈঠকের পর ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান সাংবাদিকদের বলেন,  প্রধানমন্ত্রী বিদেশে থাকায় কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির জন্য ৭ মে পর্যন্ত সময় দিয়েছি আমরা। ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। তারপর আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক আশ্বস্ত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর