সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাঙালি গণহত্যা দিবসের দাবি

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাঙালি গণহত্যা দিবসের জাতীয় স্বীকৃতির দাবি জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় তারা। উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ আহমেদ রাজু, সারোয়ার জাহান খান, মো. সিরাজ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে প্রায় ৪০ হাজার নিরীহ বাঙালিকে হত্যা করেছে। তাদের শ্রদ্ধা জানাতে এ দিবস করা দরকার।

১৯৮৬ সালের ২৯ এপ্রিল  রাতে  চার ঘণ্টায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অগ্নিসংযোগ ক?রে নির্দোষ বাঙালি শিশু-কিশোর, নারীসহ যাকে যেখানে পেয়েছে তাকে সেখানেই হত্যা করেছে তৎকালীন শান্তিবাহিনীর সশস্ত্র গ্রুপ।

সর্বশেষ খবর