রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

পাহাড়ে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পাহাড়ে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা একাডেমিতে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা নিচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন —বাংলাদেশ প্রতিদিন

পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী দুষ্কৃতকারীদের খুঁজে বের করে খুব অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যিনি নিহত হয়েছেন, তার শেষকৃত্যে আবার গুলিবর্ষণে আরও পাঁচজন নিহত হয়েছেন। কিন্তু সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। দুষ্কৃতকারীদের খুঁজে বের করে খুব স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’ স্বাধীনতার ৪৭ বছরপূর্তি উপলক্ষে ‘গৌরব ৭১’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান, গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলা দর্পণ এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলা দর্পণ পত্রিকার সম্পাদক ভাস্কর অলি মাহমুদ। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান নিটোল এবং বাংলা দর্পণের উপদেষ্টা মাহফুজুর রহমান খান। সভাপতির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার মেধাসম্পদ। মেধাসম্পদের প্রতিনিধিত্ব করেন যারা, তাদের সবাইকে বাংলা দর্পণ সম্মানিত করেছে। এটা তাদের সামাজিক দায়িত্ব।  অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য দুজনকে মরণোত্তর সম্মাননাসহ মোট ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— শিল্পকলায় একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মর্তুজা বশির, সাহিত্যে শিক্ষাবিদ ও মৌলিক গবেষক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমেদ, সাংবাদিকতায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সমাজসেবায় রঞ্জিত কুমার সাহা (মরণোত্তর), শিক্ষা বিকাশে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, সংগীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লীনা তাপসী খান, চিকিৎসায় ডা. আমানুর রহমান খান (মরণোত্তর), ক্রীড়া সংগঠনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অহিদুল হক আসলাম সানী এবং উদ্যোক্তা বিভাগে মো. শেখ সাদী।

সর্বশেষ খবর