মঙ্গলবার, ৮ মে, ২০১৮ ০০:০০ টা

চার বাসচালককে ১৫ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক

ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে চার বাসচালককে ১৫ দিন করে জেল দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়। গতকাল রাজধানীর বাংলামোটরে এসব চালককে সাজা দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। গত চার দিনে সোনারগাঁও সিগন্যাল, শাহবাগ ও রামপুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্তত ২০ চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া মোট ৩২টি গাড়ি ডাম্পিং করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, সম্প্রতি সড়কে বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের অঙ্গহানি প্রতিরোধে ডিএমপি কয়েক দিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। মেয়াদোত্তীর্ণ, বেপরোয়া গাড়ি ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

সর্বশেষ খবর