বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

৫০ দেশে ই-কমার্স বাণিজ্যে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাশিয়াসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যবসা বাড়াতে বিশ্বের ৫০টি দেশের সঙ্গে বৈশ্বিক ই-কমার্স বাণিজ্যে যুক্ত হয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেট-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিআইএস-বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে অনলাইনভিত্তিক গ্লোবাল বিজনেস প্লাটফর্ম ‘কুভি’। প্রতিষ্ঠানটির সঙ্গে ৫০টি দেশের ই-কমার্স বাণিজ্য রয়েছে। গুলশানে সিআইএস-বিসিসিআই কার্যালয়ে গত মঙ্গলবার এই চুক্তি হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিআইএস-বিসিসিআই সভাপতি হাবিব উল্লাহ ডন ও কুভির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট তুরাত বুলেমভায়েভ। এ সময় উপস্থিত ছিলেন কুভির বৈদেশিক বাণিজ্যবিষয়ক পরিচালক মাইরাম কানাতবেকোভা, সিআইএস-বিসিসিআই সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন আকাশ ও মোহাম্মদ আলী দ্বীন, পরিচালক হেলেনা জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানে হাবিব উল্লাহ ডন বলেন, রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশসমূহে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সিআইএস-বিসিসিআই। কুভির সঙ্গে চুক্তি তারই প্রতিফলন। এই চুক্তির মাধ্যমে ৫০টি দেশের প্রায় দেড় লাখ পাইকারি ব্যবসায়ীর সঙ্গে আমদানি-রপ্তানি ব্যবসা করতে পারবেন বাংলাদেশিরা।

সর্বশেষ খবর