বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

রাবির আম ও লিচু বাগান ছাত্রলীগের দখলে!

বিশ্ববিদ্যালয় লোকসানে

মর্তুজা নুর, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আম ও লিচুর ৩টি বাগান বিনা টেন্ডারে দখল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুধু দখলই নয়, বাগানের সব লিচু স্থানীয় বাজারে বিক্রি করে দিচ্ছে তারা। প্রতিবছর বাগানগুলোর টেন্ডার থেকে বেশ কিছু টাকা আয় করে বিশ্ববিদ্যালয়। কিন্তু এ বছর ছাত্রলীগের দখলদারিত্বে প্রায় লক্ষাধিক টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বেআইনিভাবে যারা বাগানগুলো দখল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তদন্ত কমিটিও করা হবে। বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের ৭টি আম-লিচু বাগানের মধ্যে ৪টির টেন্ডার হলেও বাকি তিনটির টেন্ডারের জন্য পর পর তিনবার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপরও কোনো আবেদনপত্র জমা পড়েনি। যেহেতু তিনবারের বেশি কোটেশন বিজ্ঞপ্তি দেওয়ার নিয়ম নেই তাই টেন্ডারবিহীন থেকে যায় তিনটি বাগান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাগানগুলোর টেন্ডারের জন্য অনেকেই এসেছিল। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের আবেদনপত্র জমা দিতে বাধা দেওয়ায় বাইরের কেউ আবেদন করতে পারেনি। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা ৩টি বাগান লিজ নেওয়ার জন্য ৩ হাজার টাকা জমা দিতে চেয়েছিল।

সর্বশেষ খবর