শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

কিশোরগঞ্জের পৈতৃক বাড়িতে রাষ্ট্রপতি

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বিকালে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় তাঁর নিজ গ্রাম কামালপুরে এক সমাবেশে অংশ নিয়েছেন। এ সময় তিনি গ্রামবাসীর দোয়া চেয়ে জানিয়েছেন, তিনি বারংবার আকস্মিক বন্যার শিকার হাওর অঞ্চলসহ সমগ্র দেশের কল্যাণ ও উন্নয়নে কাজ করতে চান। খবর বাসস’র।

গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর প্রত্যন্ত কিশোরগঞ্জ এলাকার পৈতৃক বাড়িতে এটি তাঁর প্রথম সফর। তিনি হাওর অঞ্চলে সম্প্রতি বজঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি তাঁর পৈতৃক বাড়ি-সংলগ্নমসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তিনি যেন দেশের রাষ্ট্রপতি হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, এ জন্য সবার দোয়া কামনা করেন। পরে তিনি তাঁর পিতা মো. তৈয়বউদ্দিন এবং মা তোমিজা খাতুন ও অন্যান্য আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। রাষ্ট্রপতি পরে মিঠামইন বাজার এলাকায় মিঠামইন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সদ্য নির্মিত ভবনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি কিছু সময় সেখানে কাটান এবং এ সময় স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

সর্বশেষ খবর