শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

মুস্তাফা নূরউল ইসলাম চিরনিদ্রায়

সাংস্কৃতিক প্রতিবেদক

মুস্তাফা নূরউল ইসলাম চিরনিদ্রায়

কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল ভাষাসংগ্রামী-শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের কফিনে আওয়ামী লীগের পক্ষে শেষ শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের —বাংলাদেশ প্রতিদিন

ভক্ত, স্বজন ও শুভানুধ্যায়ীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে গতকাল মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের বিশেষ সংরক্ষিত স্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকার এ্যাপোলো হসপিটালসের হিমাগার থেকে তাঁর মরদেহ আনা হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে গোসল সম্পন্ন করার পর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে সর্বস্তরের জনসাধারণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে শ্রদ্ধা জানায় ওয়ার্কার্স পার্টি, জাসদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, পেশাজীবী সমন্বয় পরিষদ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ছায়ানট, উদীচী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, কণ্ঠশীলন, এটিএন বাংলা, মহিলা পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জাতীয় কবিতা পরিষদ, সরকারি সংগীত কলেজ, থিয়েটার। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান,  সরকারি কর্ম কমিশনের সচিব আকতারী মমতাজ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক প্রমুখ।

প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, কবি কামাল চৌধুরী, ড. ইনামুল হক, কবি নাসির আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর