শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

দেশের প্রতি মমত্ববোধ বাড়াতে হবে —পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমাদের সবাইকে দেশের প্রতি মমত্ববোধ বাড়াতে হবে। সমাজে পিছিয়েপড়া মানুষদের জন্য জাকাতের মাধ্যমে কাজ করতে হবে।   

গতকাল রাজধানীর গুলশানে শুটিং স্পোর্টস ফেডারেশন অডিটরিয়ামে দুই দিনব্যাপী ষষ্ঠ জাকাত মেলা-১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ মেলার আয়োজন করে। লে. জেনারেল (অব.) এম নুরুদ্দিন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির  সাবেক মহাপরিচালক মুস্তাফা জামান আব্বাসী, ইসলামী ব্যাংকস কনসালটেটিভ ফোরামের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলীসহ অন্যরা বক্তব্য দেন।

 জাকাত মেলা উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রীসহ অতিথিরা। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত।

সর্বশেষ খবর