শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

ভারি বর্ষণে ফের পানিময় চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে গতকাল সন্ধ্যায় ভারি বর্ষণ হয় চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। প্রায় দেড় ঘণ্টার এ বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। লঘু চাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে ভারি বর্ষণ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, চট্টগ্রামে গতকাল সকাল থেকে আকাশ ঘোমট ছিল। সন্ধ্যা ৬টার পর ভারি  বর্ষণ শুরু হয়।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, গতকাল সন্ধ্যার পর চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারি শিলা বৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 

সর্বশেষ খবর