শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

কাল একাদশে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

একাদশে ভর্তির জন্য ১৩ মে থেকে আবেদন করা যাবে। আবেদন চলবে ২৪ মে পর্যন্ত। ভর্তিচ্ছুরা তিন দফায় পছন্দের কলেজে আবেদনের সুযোগ পাবেন। সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন পাঁচটি কলেজের জন্য www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে আগ্রহীদের। এছাড়া টেলিটক মোবাইল অপারেটর থেকেও আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং মোবাইলে আবেদনে প্রতিটি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। গত কয়েক বছরের মতো এ বছরও মাধ্যমিকে ফলাফলের ওপর ভিত্তি   করেই কলেজ বরাদ্দ দেওয়া হবে ভর্তিচ্ছুদের। এ বছর শতভাগ মেধার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। তবে কোটাধারীরা মেধায় ভর্তির সুযোগ না পেলে মূল আসনের বাইরে সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত কোটায় ভর্তি করতে পারবে।

সর্বশেষ খবর