রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

লাইনের পানি জারে ৩ কারখানায় তালা

ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

কোনো ধরনের পরিশোধন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ওয়াসার পানি সরাসরি জারে ভরে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন হোটেল ও দোকানে। সাধারণ মানুষ কিনে এই পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই অভিযোগে বিএসটিআই ও র‌্যাবের ভেজালবিরোধী অভিযান গতকাল রাজধানীর মোহাম্মদপুরের ৬টি পানির কারখানার সন্ধান পায়। ভ্রাম্যমাণ আদালত এই ৬টি কারখানার মধ্যে তিনটিতে তালা ঝুলিয়ে দেয়। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩টি কারখানা বন্ধ এবং প্রায় ২ হাজার ১০০ জার ধ্বংস করা হয়েছে। বিএসটিআই জানায়, ভ্রাম্যমাণ আদালত শ্যামলীর রিলায়েবল ড্রিংকিং ওয়াটার, বছিলার রাজিব এন্টারপ্রাইজ, ইনাডা ইন করপোরেশন, প্রশান্তি ফুড, গ্রিন ইকো-১, বছিলা সিটি এবং নামবিহীন একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অপরিশোধিত পানির কারখানার মালিক কর্মচারীকে জেল জরিমানা করা হয়।

সর্বশেষ খবর