রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

পুলিশ পত্নীর খুনি ছিঁচকে চোর!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুসসালামে পুলিশ পত্নীর স্ত্রী শাহানা আলম খান বিউটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ছিঁচকে চোরের হাতেই খুন হয়েছেন বিউটি। খুনির নাম আরাফাত তালুকদার (১৭)। গত শুক্রবার রাতে ধামরাই থেকে গ্রেফতারের পর আরাফাত পুলিশকে জানিয়েছেন, কেবল চুরির উদ্দেশ্যেই তিনি ওই বাসায় গিয়েছিলেন। হাত-পা-চোখ বেঁধে বিউটির মুখে স্কচটেপ লাগিয়ে দিয়েছিলেন। তবে শ্বাসবন্ধ হয়ে মারা যান বিউটি। আরাফাতের দাবি, খুনের উদ্দেশ্যে তিনি ওই বাসায় ঢোকেননি। গতকালই আরাফাত আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আরফাতকে আমরা ধামরাই থেকে গ্রেফতার করেছি। গ্রেফতারের পরই সে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়টি কবুল করেছে।   যেভাবে হত্যাকাণ্ড : ঘটনার দিন সকাল ১০টা থেকে ১১টার দিকে বাড়িটি রেকি করে আরাফাত। সবকিছুই ইতিবাচক মনে হওয়ায় বেলা একটার দিকে ওই বাসায় ঢোকে। বাইরে তখন অঝোরে বৃষ্টি হচ্ছিল। টিনের চাল হওয়ায় বৃষ্টির শব্দে কেউ কিছুই আঁচ করতে পারবে না এটাই ধারণা ছিল আরাফাতের। ওই সময় শুয়েছিলেন বিউটি। চুপি চুপি বাসায় ঢুকেই তার হাত-পা বেঁধে ফেলেন আরাফাত। বিউটি যাতে চিৎকার-চেঁচামেচি করতে না পারেন সে জন্য মুখে স্কচটেপ এঁটে দিয়েছিলেন তিনি। প্রায় ১০ মিনিট ঘরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে যখন হয়রান তখন বিউটির দিকে তাকাতেই আরাফাত বুঝতে পারেন তিনি হয়তো আর বেঁচে নেই। তবে ওই দিন ওই বাসা থেকে মাত্র ৫ হাজার টাকা নিতে পেরেছিলেন আরাফাত। গত ৫ মে শনিবার দিবাগত রাতে দারুসসালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর টিনশেড বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বিউটির লাশ উদ্ধার করে পুলিশ।

তার স্বামী মো. কামাল  হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি মাগুরা সদর উপজেলায় কর্মরত।

সর্বশেষ খবর