সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা

প্রতারণা-মিথ্যাচারের যুগ চলছে দেশে : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশে এখন একটা প্রতারণার যুগ চলছে। মিথ্যাচার-ভণ্ডামির যুগ চলছে। ইতিহাস বিকৃত করার এক মহোৎসব চলছে। এর বিরুদ্ধে লড়াই যদি করতে হয় তাহলে সাহস ও প্রজ্ঞা লাগবে। সেই রকম মিছিল করার ক্ষমতা লাগবে। জ্ঞানের ভাণ্ডারও সমৃদ্ধ থাকতে হবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় স্মরণ মঞ্চ সংগঠনের উদ্যোগে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শেরেবাংলা : মুসলিম জাগরণের অগ্রদূত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ‘ঋণের অর্থে’ বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘ভালো হয়েছে আমরা একটা স্যাটেলাইট পাঠিয়েছি। সেটা খারাপ কেন? স্যাটেলাইট আমাদের দরকার। কিন্তু এই স্যাটেলাইট কীভাবে হলো? আমি বানাইনি, আমি উেক্ষপণও করিনি। ফ্রান্স করেছে, আমেরিকা করেছে। আমি শুধু টাকা দিয়েছি। তাও কীভাবে,  লোন করে। এসব ব্যবসার মূল মালিক হয়েছে দুটি প্রতিষ্ঠান।’

সংগঠনের সভাপতি আহমদ মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ বক্তব্য দেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যাই, সে জন্য সবাই মিলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো শুরু করি। আমরা নীল সমুদ্র জয় করে নীল অর্থ প্রবর্তন করি।

 এ জন্য প্রধানমন্ত্রীকে গুণকীর্তন করা হয়। আমরা মহাকাশ জয় করেছি সেই নামে গুণকীর্তন করা হচ্ছে। জানেন সবাই, যখন আমরা বলেছিলাম আমরা মধ্য আয়ের দেশে চলে গেছি তখন ওরাই বলেছিল ৬ বছর পর এটার কনফার্মেশন হবে।’

সরকারের প্রতি প্রশ্ন রেখে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘ন্যানো টেকনোলজিতে আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠাতে  পেরেছিলাম। আমাদের তরুণ যুবকরা কিছু করেছিল কাজটা। এই যে যুবকরা যেটা করল, তাদের কোনো খরচ দেওয়া হয়েছে! কোনো উৎসাহ দিয়েছেন? তারা আজ হোক অথবা ৩ বছর পর হোক, ৫ বছর পর হোক নিজেরাই একটা স্যাটেলাইট বানাতে পারত। আপনি সেখানে গেলেন কেন? কারণ, ওইখানেও যে মহালুট চলছে, সেই মহালুটের আরেকটা ব্যবস্থা করা হচ্ছে। আমি নাম বলব না, এক  টেলিভিশনের এমডি যিনি প্রধানমন্ত্রীর প্রতিটি সংবাদ সম্মেলনে দাওয়াত পান।’

বর্তমান সংকট উত্তরণ ও রাজনীতিকে ঠিক পথে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘রাজনীতি বিপথে গেছে। রাজনীতিকে ঠিক পথে আনতে হবে। গণতন্ত্রের সবাইকে এক হতে হবে। আমি ও আমার দল এই গণতন্ত্রের লড়াইয়ে শরিক থাকতে চাই। তবে একসঙ্গে তো পারা যাবে না, নিশ্চয় যুগপৎ করা যাবে, পাশাপাশি করা যাবে। এই স্বৈরতন্ত্রকে যাতে পরাজিত করতে পারি তার জন্য সবচেয়ে সহজ কৌশল নিয়ে লড়াই করা যায় তার চেষ্টা করতে হবে। লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে কতখানি করবেন, লড়াই পুলিশ লীগের বিরুদ্ধেও করতে হবে।’

সর্বশেষ খবর