শনিবার, ১৯ মে, ২০১৮ ০০:০০ টা

মসজিদে মুসল্লির ঢল ফিলিস্তিনিদের জন্য রহমত কামনা

নিজস্ব প্রতিবেদক

রমজানের প্রথম দিনে গতকাল প্রথম জুমায় রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং সারা দেশে মসজিদগুলোয় মুসল্লির ঢল নামে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে থাকেন ১২টার পর। ১টার মধ্যে মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভিতরে জায়গা না পেয়ে অনেক মুসল্লি রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। সকাল থেকে বৃষ্টি ছিল সেজন্য জমে থাকা বৃষ্টির পানি এড়িয়ে কষ্টেসৃষ্টে অনেকে নামাজ পড়েছেন। রমজানের বয়ান ও মোনাজাতে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করেন মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান। বিশেষ করে পবিত্র বায়তুল মুকাদ্দাস মুক্ত করে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর বিশেষ রহমত কামনা করা হয়। এ ছাড়া হালাল উপার্জনে এবাদত-বন্দেগির মাধ্যমে প্রত্যেক মুসলমান যেন মাহে রমজানে রোজা রাখতে পারেন, দেশ ও জাতি যেন সব গজব থেকে হেফাজতে থাকে সেজন্য দোয়া করা হয়। এর আগে বায়তুল মোকাররমে প্রবেশের সময় প্রতিটি গেটে মুসল্লিদের তল্লাশি করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি দেখা গেছে। নামাজ শেষে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণ। উত্তর গেটে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা ক্রীড়া পরিষদের সামনে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। সেখানে সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। তাই মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে নইলে শান্তি আসবে না। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ আব্দুর রহমান প্রমুখ। এ ছাড়া ইসলামী ঐক্য আন্দোলনও পৃথক বিক্ষোভ মিছিল করে। বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর হাই কোর্ট মাজার মসজিদ, গুলশান আজাদ মসজিদ, মোহাম্মদপুর কাদেরিয়া আলিয়া জামে মসজিদ, সায়েদাবাদের ফয়জানে মদিনা জামে মসজিদ, কমলাপুর রেলওয়ে জামে মসজিদ, মহাখালী গাউছুল আজম জামে মসজিদসহ রাজধানী ও দেশের প্রায় প্রতিটি মসজিদে প্রথম জুমায় ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে।

সর্বশেষ খবর