শনিবার, ১৯ মে, ২০১৮ ০০:০০ টা

সংঘর্ষে বলগেট ডুবি জাহাজে ফাটল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী জাহাজ এমভি গ্রিন লাইন-৩ এর সঙ্গে বালুবাহী একটি বলগেটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় চাঁদপুরের মোহনপুর সংলগ্ন মেঘনা নদীতে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী বলগেটটি ডুবে যায় এবং ৩ শতাধিক যাত্রীবাহী গ্রিন লাইন-৩ এর বামপাশের তলানি ফেটে যায়। এ কারণে গ্রিন লাইন-৩ এর যাত্রা বাতিল করে দুপুর ২টা নাগাদ ওই কোম্পানির আরেকটি জাহাজে যাত্রীদের বরিশালের উদ্দেশে পাঠানো হয়। এর মাত্র ৮ দিন আগে ১০ মে এই কোম্পানির এমভি গ্রিন লাইন-২ নামে আরেকটি জাহাজ বুড়িগঙ্গা নদীতে বিপরীতমুখী একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি  সংঘর্ষ হয়। গ্রিন লাইন কর্তৃপক্ষ জানায়, গতকাল সকাল ৮টার দিকে ৩ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার লালকুঠির ঘাট থেকে এমভি গ্রিন লাইন-৩ বরিশালের উদ্দেশে যাত্রা করে। মুষলধারায় বৃষ্টি এবং বাতাসের মধ্যে  বেলা সাড়ে ১১টার দিকে গ্রিন লাইন-৩ চাঁদপুরের মোহনপুর সংলগ্ন মেঘনা নদী অতিক্রমকালে বিপরীতমুখী বালুবাহী একটি বলগেটের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত গ্রিন লাইন-৩ এর যাত্রীরা জানান, মুখোমুখী সংঘর্ষের পরপরই বালুবাহী বলগেটটি ডুবে যায়। অপরদিকে গ্রিন লাইন-৩ এর বামপাশের সামনের দিকের তলানি ফেটে যায়। এ অবস্থায় গ্রিন লাইন নদীর তীরে নিয়ে নোঙ্গর করে রাখা হয়। গ্রিন লাইন সার্ভিসের বরিশাল অফিসের ইনচার্জ শামসুল আরেফিন লিপটন বলেন, মুষলধারায় বৃষ্টির মধ্যে গ্রিন লাইন-৩ মেঘনা নদী হয়ে বরিশালের দিকে আসছিল। বৃষ্টির কারণে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে বিপরীতমুখী একটি বলগেট দেখা যাচ্ছিল না। এমনকি রাডারেও ধরা পড়ছিল না। একপর্যায়ে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে গ্রিন লাইন-৩ এর সামনের বামপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে একই কোম্পানির এমভি গ্রিন লাইন-২ এসে দুপুর ২টায় দুর্ঘটনাকবলিত এমভি গ্রিন লাইন-৩ এর যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়। দুর্ঘটনায় জাহাজটির কিছুটা ক্ষতি হলেও কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানান তিনি।

সর্বশেষ খবর