রবিবার, ২৭ মে, ২০১৮ ০০:০০ টা

তিস্তার ন্যায্য হিস্‌সা পাশ কাটানো জনগণ মেনে নেবে না

——— ফখরুল

নিজস্ব প্রতিবেদক

‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার কথা বলে তিস্তা নদীর ন্যায্য হিস্সা পাশ কাটানো জনগণ মেনে নেবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বিকালে এক ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘সেখানে প্রধানমন্ত্রী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলেছেন।

এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য তাহলে কি আমরা আমাদের যে বাঁচা-মরার সমস্যা, আমাদের যে পানির সমস্যা, ১৫৮টি নদ-নদীর হিস্সা প্রয়োজন— সেসব সমস্যা কি আমরা ভুলে যাব? আমাদের কোটি কোটি মানুষ এই তিস্তার অববাহিকায় অথবা অন্যান্য নদী যা ভারত থেকে বয়ে আসছে— তার অববাহিকায় যারা বাস করে তারা কি সুরাহা পাবে না? তাদের জীবন-জীবিকা কি বন্ধ হয়ে যাবে? তিস্তার ন্যায্য হিস্সা পাশ কাটানো এ দেশের জনগণ মেনে নেবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক চাই। সেই সম্পর্ক তো হতে হবে সম্পূর্ণ পারস্পরিক স্বার্থ নিয়ে। আমার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ পূরণ করা আমার কাজ নয়। আজকে আপনি দাবি করেন, আপনি এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। জনপ্রিয় হলে আমার দেশের সমস্যার কথা না বলে আপনি শুধু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করবেন— তা তো এ দেশের মানুষ মেনে নিতে পারে না।’

মতিঝিলের হোটেল পূর্বাণীর ‘গুলফিশান’ মিলনায়তনে রাজনীতিবিদদের সম্মানে ২০-দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এ ইফতার মাহফিলের আয়োজন করে। পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন। ইফতারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকত উল্লা বুলু, নিতাই রায়চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা তৈমূর আলম খন্দকার, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, শামা ওবায়েদ, খালেদা ইয়াসমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

সর্বশেষ খবর